Video Details

জুলাই আন্দোলনে আহত যোদ্ধাকে পুলিশের অমানবিক নির্যাতন

জুলাই আন্দোলনে আহত যোদ্ধাকে পুলিশের অমানবিক নির্যাতন

US
Dilouar Hossain
Dilouar Hossain
1.3K subscribers 1.7K Videos 780.2K Total Views
Video ID
my8MwnDYYNs
View Count
1
Video Duration
0:00:33
Published At
2025-10-21 07:15:03 12d ago
Video Description
জুলাইয়ের শহীদ পরিবার তাদের দাবি নিয়ে কথা বলছে ঢাকা, ১৭ অক্টোবর ২০২৫ : বাংলাদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে জুলাই মাস এক রক্তাক্ত স্মৃতির মাস। এ মাসে প্রাণ হারানো মুক্তিযোদ্ধা, রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষের পরিবারের সদস্যরা এখনও ন্যায়বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সরব। রাজধানী ঢাকায় আজ শুক্রবার সংসদ ভবনের সামনে দেশের বিভিন্ন জেলার জুলাই মাসের শহীদ পরিবার অংশ নিয়ে তাদের দীর্ঘদিনের দাবিগুলো তুলে ধরেন। তাদের বক্তব্য— “দেশের জন্য প্রিয়জনদের জীবন উৎসর্গ করেছি, কিন্তু আজও অনেক শহীদ পরিবার অবহেলিত ও বঞ্চিত।” 🔹 শহীদ পরিবারের মূল দাবিগুলো 1️⃣ রাষ্ট্রীয় স্বীকৃতি ও তালিকাভুক্তি: জুলাই মাসে যেসব মানুষ স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়ে শহীদ হয়েছেন, তাদের নাম সরকারিভাবে স্বীকৃতি দিতে হবে। 2️⃣ ভাতা ও পুনর্বাসন কর্মসূচি: অনেক শহীদ পরিবার এখনও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে। 3️⃣ স্মৃতিস্তম্ভ ও নামকরণ: শহীদের নামে রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান ও স্মৃতি সৌধ স্থাপন করার দাবি জানানো হয়েছে। 4️⃣ ন্যায়বিচার নিশ্চিতকরণ: যেসব ঘটনায় বিচার হয়নি, তার সঠিক তদন্ত ও বিচার চায় পরিবারগুলো। 🔹 শহীদ পরিবারের আবেগঘন বক্তব্যঃ শহীদ আলাউদ্দিন আহমেদের মেয়ে নাসরিন আক্তার বলেন, “আমার বাবা দেশের জন্য প্রাণ দিয়েছেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তাঁর নাম কোথাও নেই। আমরা শুধু স্বীকৃতি চাই, সহানুভূতি নয়।” আরেক শহীদ পরিবারের প্রতিনিধি রওশন আরা বলেন, “জুলাই এলেই মনে পড়ে প্রিয়জনের ত্যাগ। আমরা চাই, আগামী প্রজন্ম জানুক তারা কার জন্য স্বাধীন দেশে শ্বাস নিচ্ছে।” 🔹 সরকারের অবস্থানঃ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, “সরকার শহীদ পরিবারের প্রতি গভীর শ্রদ্ধাশীল। নতুন যাচাই-বাছাই কমিটি গঠন করে তালিকা হালনাগাদ ও স্বীকৃতি প্রদানের কাজ চলছে।”